• বৃহস্পতিবার   ৩০ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৬ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:

ঝালকাঠিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: “নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধন পৃথিবী” এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুয়েল রানার সভাপতিত্বে আলোচনা সভায় ঝালকাঠির জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস আলোচ্য বিষয় মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন। ঝালকাঠি জেলায় ২০২২ সালের জুলাই মাস থেকে ২০২৩ সালের ১১ মার্চ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলায় ৮৬টি অভিযান পরিচালনা করেছেন। এসময় ২২৪ জনকে দন্ডিত করে ১১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে। এছাড়া ৩জন ভোক্তাকে ক্ষতিপূরণবাবদ ৪২ হাজার ৫০০ টাকা ফেরত দেওয়া হয়েছে।
আলোচ্য বিষয়ের উপরে অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তসহ চেম্বার প্রতিনিধি ও ব্যবসায়ী এবং বিভিন্ন পর্যায়ের ভোক্তারা বক্তব্য রাখেন।

এদিকে ঝালকাঠির রাজাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অধ্যক্ষ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দ্বীনেশ চন্দ্র মজুমদারসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে সকলে র‌্যালী অংশ নেয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

 

ঝালকাঠি আজকাল