• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বিএডিসির সেচনালা পরিদর্শন করলেন কৃষি উপসচিব

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিএডিসির সেচনালা নির্মণ কাজ পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রনালয়ের উপসচিব ইশরাত রেজা। আজ শনিবার দুপুরে নলছিটি উপজেলার উত্তর মগড় গ্রামে এ সেচ প্রকল্প পরিদর্শন করেন। এসময় কৃষকদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়ে বর্তমান সরকার কৃষকদের বিভিন্ন ভাবে যে সহায়তা করছেন তা তুলে ধরেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর এসএসিপি প্রকল্পের আওতায় ২৫ লাখ ৬৫ হাজার টাকা ব্যায়ে উত্তর মগড় ৩ হাজার মিটার ভূগর্ভস্থ সেচনালা নির্মণ করেছে। এতে উপকারভোগী ৩০ জন কৃষক  প্রায়  ১০ হেক্টর জমি চাষাবাদ করে কৃষি ফসল ফলাবে। এ সেচ প্রকল্পে এক ফসলি জমি দো ফসলি চাষ যেমন বোর ধান রবি মৌসুমে কৃষি উৎপাদন করে কৃষক লাভবান হবে। তেমনি কৃষিদে দেশের অর্থনৈতিক সচ্ছলতা আনবে।  বর্তমান সরকার কৃষি সেক্টরকে উন্নত কৃষিতে যান্ত্রিকায়ন করে কৃষকদের ব্যয় খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন। তাই বারিড় পাইপের ব্যবহারে কৃষদের উদ্বুদ্ধ করা হয়।

মতবিনিময় সভায় বিএডিসি বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী,ডেপুটি এসএসিপি প্রকল্পের ডেপুটি কম্পোনেন্ট ডাইরেক্টর শরিফুর রহমান,নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ, খুদ্রসেচ বিএডিসি সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ ইলিয়াস,বিএডিসি উপ সহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।

মোঃ চুন্নু হাওলাদার বলেন, আগে এক কাঠা জমিতে ধান পাওয়া যেত দেড় থেকে দুই মন। এখোন  কাঠা প্রতি দুই থেকে তিন মন ধান ফলন আসবে। জমিতে সেচ খরচ কম লাগবে। এত আমাদের লাভবেশি হবে।
সভায় স্থানীয় কৃষক,কৃষাণী ইউপি সদস্য,সাংবাদিক ও কৃষক লীগসহ গন্যমান্য ব্যক্তিবগর্রা উপস্থিত ছিলেন।
এ সেচ স্কীমে ৩০০০ মিটার ভূগর্ভস্থ সেচনালা এবং ৬টি পাম্প স্থাপনের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৫ লক্ষ ৬৫ হাজার টাকা। স্কীমের আওতায় প্রায় ১০ হেক্টর জমিতে ৩০জন কৃষক উপকার ভোগ করতে পারবেন।

 

ঝালকাঠি আজকাল