• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে মৎস্য সম্পদ রক্ষায় জাটকা ইলিশ জব্দ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: মৎস্য সম্পদ ইলিশ রক্ষায়  বিশেষ কম্বিং অপারেশন-২০২৩ উপলক্ষে ঝালকাঠি সদরে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। দুইটি বাসে অভিযান চালিয়ে দুইশত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।এসময় কুয়াকাটা থেকে বেনাপোল গামি কুয়াকাটা এক্সপ্রেস এর সুপারভাইজার এসএম রাহুল ও সেভেনস্টার পরিবহনের সুপারভাইজার রুবেল হাওলাদার দুই বাসের সুপারভাইজারকে  ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার রাত ১১টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চলে। বরিশাল-খুলনা মহাসড়কে বাসন্ডা ব্রীজের ঢালে যুব উন্নয়ন কার্যালয়ের সামনে মোবাইল কোর্ট পরিচালিত করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যজিস্ট্রেড এনডিসি অংছিং মারমা। অভিযান পরিচালনায় নির্বাহী ম্যজিস্ট্রেড মিনহাজুল ইসলাম,জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ উপজেলা মৎস্য কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়নের সদস্য উপস্থিত ছিলেন।

এনডিসি অংছিং মারমা জানান, ইলিশ রক্ষায়  বিশেষ কম্বিং অপারেশন অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।এসময় জাটকা ইলিশ পরিবহণের দায়ে দুইটি বাসের সুপারভাইজারকে পৃথক দুটি মামলায় জনপ্রতি ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তাদের কাছ থেকে প্রায় ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ ৬টি এতিমখানা, ১টি সরকারি শিশু পরিবার এবং উপস্থিত ৬ জন দরিদ্র রিক্সাওয়ালার মাঝে বিতরণ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যহত থাকবে।

 

ঝালকাঠি আজকাল