• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে তালিকাভূক্ত ৫৪ হাজার ৫৭৬টি পরিবারের টিসিবির পন্য পাচ্ছে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় তালিকাভূক্ত ৫৪ হাজার ৫৭৬টি পরিবারের মধ্যে টিসিবির পন্য বিক্রি শেষ পর্যায়ে। ডিসেম্বর মাসের পণ্য বিলম্বে আসায় মাঠ পর্যায়ে সুবিধাভুগিদের কাছে পৌছাতে দেরি হয়েছে। প্রতিটি পরিবারকে ভর্তুকি মূল্যে ২লিটার ১১০ টাকা লিটার দরে সোয়াবিন, ৭০ টাকা কেজি দরে ২কেজি করে ডাল ও ৬০টাকা কেজি দরে ১ কেজি করে চিনি বিক্রি করা হচ্ছে। জেলার ৪টি উপজেলায় ৪১জন ডিলারের মাধ্যমে পর্যায়ক্রমে ৩২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৯টি করে ওয়ার্ডে পন্য বিক্রি করা হচ্ছে। জেলা পর্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের গোডাউনে পন্য এনে  সিডিউল করে উপজেলা পর্যায়ে ইউনিয়নগুলোতে ট্রাক যোগে পাঠিয়ে তালিকাভূক্ত সদস্যদের মাঝে বিক্রি করা হচ্ছে। ঝালকাঠি সদর উপজেলায় ১৫ হাজার ৮০৮টি পরিবার,নলছিটি উপজেলায় ২১ হাজার ৭৬৫টি পরিবার, রাজাপুর উপজেলায়  ৯হাজার ৫৪৮টি পরিবার ও কাঠালিয়া উপজেলায় ৭ হাজার ৪৫৫টি পরিবার প্রতি মাসে এই পণ্য পাচ্ছেন।
জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছেন, জানুয়ারি ২০২২ মাসের টিসিবির পণ্য সুবিধাভুগীদের কাছে বিক্রির জন্য পাঠানো শেষ পর্যায়। ১দিনের মধ্যে  টিসিবির পণ্য বিক্রি কর্মসূচি শেষ হবে।

 

ঝালকাঠি আজকাল