• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে কৃষি উপকরণ ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নলছিটি উপজেলা মিলনায়তনে বিতরণ অনুঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন,আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের যে কি পরিমান সহায়তা করেছে তা বাড়িতে বসে ভেবে দেখবেন। আওয়মী লীগ ক্ষমতায় আসার পরে শহরের বসবাস কারি মানুষের চাইতে গ্রামের মানুষ অনেক ভালো আছে।  যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যার্য মূল্যে সরা-বীজ প্রদানসহ নানা ভাবে সহায়তা করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতারা নাহিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদচেয়ারম্যান খান আরিফুর রহমান।
একই অনুঠাণের মৎস্য অধিদপ্তর এর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের  আওতায়  ৪০ জন জেলেদের মাঝে বকনা বাছুর  বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় ৫০ % ভর্তুকি মূল্যে ৬৬টি কৃষি উপকরণ বিতরণ করা হয়।

 

ঝালকাঠি আজকাল