• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে মহানবমীতে মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের ভিড়

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মহানবমীতে শারদীয় দূর্গ পূজা মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের ঢল নেমেছে। সব বয়সী হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে। সকাল থেকে মন্ডপে অঞ্জলি প্রদানের জন্যই সকল বয়সের সনাতন ধর্মের নর-নারীর আগমের মুখরিত ছিল। ভক্তরা নিজের পরিবার দেশের সকল মানুষ এবং পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় অঞ্জলি প্রদান করেন।


জেলার ১৭৩টি মন্ডপে ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ। উচ্চারিত হচ্ছে পুরোহিতের মন্ত্র।
এবছর পূজা উপলক্ষে তোরন ও আলোক সজ্জা কমকরে মন্দিরে সাজসজ্জা বাড়ানো  হয়েছে । পূজা শুরু থেকে পূজা মন্ডপগুলির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আনসার ও ভিডিপির সদস্যরা মোতায়ন রয়েছে । প্রতিটি মন্ডবে ৮ জন সদস্য নিয়োজিত করা হয়েছে এবং জেলার এই মন্দির গুলো নিরাপত্তার জন্য স্বেচ্ছা সেবকদের সাথে জেলায় ৯৯০জন আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছে। পুলিশ ও র‌্যাব বাহিনীর সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং র্ফোস হিসাবে মন্ডবগুলি মনিটরিং করছে। মন্ডবে মন্ডবে দর্শনাথীদের বিচরন ও প্রতিমা দর্শন ।


 অষ্টমী ও নবমী পূজার দিনে সর্বাধিক মানুষের সমাগমে মূখরিত থাকে পূজা মন্ডব। ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । পূজা উদযাপন পরিষদ আশা করছে ঝালকাঠি জেলা প্রশাসনের নজরদারী ,পুলিশের ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ,পূজা উদযাপন কমিটির নিরলস প্রচেষ্টা ও সকল শ্রেণিপেশা ও সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন সম্ভব হবে ।

 

ঝালকাঠি আজকাল