• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে ৭টি পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬ জনে। নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মনোনয়পত্র দাখিলের শেষ দিনে ১৬ টি জমা পড়েছে বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারন আসনে সদস্য পদে সদর উপজেলার মো. শামসুল ইকরাম পিরু,নলছিটি উপজেলার হাজী মোঃ সোহরাব হোসেন,রাজাপুর উপজেলার অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ, মোঃতারিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম,  মোঃ সিদ্দিকুর রহমান, কাঠালিয়া উপজেলার এসএম আমিরুল ইসলাম, এসএম ফয়জুল করীম সিদ্দিকী,মোঃ মনিরুজ্জামান গোলদার,সৈয়দ মোঃ জাহাঙ্গির শামীম মনোনয়নপত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ঝালকাঠি-১ (সদর-নলছিটি)  হোসনেয়ারা মান্নান, ঝালকাঠি-০২ (রাজাপুর-কাঠালিয়া) জাহানারা হক, নাছরিন সুলতানা মুন্নি, মোসা. সনিয়া বেগম, জোৎসা খানম মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে সাধারন সদস্য ৪ উপজেলার ৪টি পদে এবং সংরক্ষিত মহিলা সদস্য (সদর-নলছিটি) ও (রাজাপুর-কাঠালিয়া) আসনে জেলা আওয়ামীলীগ একক প্রার্থী ঘোষণা করেছে।

জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে একক প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে সদস্য পদে সদর উপজেলার মো. শামসুল ইকরাম পিরু, নলছিটি উপজেলার মোঃ সোহরাব হোসেন মাস্টার, রাজাপুর উপজেলার অ্যাডভোকেট এইচএম খায়রুল আলম সরফরাজ, কাঠালিয়া উপজেলার এসএম ফয়জুল আলম সিদ্দিকী এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় হোসনেয়ারা মান্নান, রাজাপুর-কাঠালিয়া উপজেলার জাহানারা হক।
মনোনয়নপত্র জমা দেয়ার পর প্রার্থীরা নিজ নিজ প্রতিকৃয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জোহর আলী ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'এ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধীক প্রার্থী না থাকায় শুধু সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদ মনোনয়নপত্র বাছাই, আপিল এবং প্রত্যাহার কার্যক্রম শেষে চুরান্ত প্রার্থী ও প্রাথমিক ফলাফল ঘোষনা দেয়া হবে।'

জেলা পরিষদ নির্বাচনের তফসিল মোতাবেক প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই, আপিল,প্রত্যাহার,প্রতীক বরাদ্দ প্রকৃয়া শেষে আগামী ১৭ অক্টোবর ঝালকাঠিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে  চেয়ারম্যান পদে একাধীক প্রার্থী না থাকায় এ পদে ভোট গ্রহন হচ্ছেনা।

 

ঝালকাঠি আজকাল