• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ঝালকাঠিতে ফল মেলা শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ জুন ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি:
‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি  দুই আসে’ এ স্লোগানে ঝালকাঠি সদর উপজেলার কৃষি সম্প্রসারন বিভাগের সামনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা।

বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলায় উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে মেলায় জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক অলিউর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সুলতানা আফরোজসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই মেলা টানা তিন দিন ধরে সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন জাতের ফলের সথে বিলুপ্তপ্রায় ফলেরও প্রদর্শন করা হয়। আগামী শনিবার বিকেলে ফল উৎসবের মধ্য দিয়ে শেষ হবে ফল মেলা।

এদিকে ঝালকাঠির নলছিটিতে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। উপজেলা কৃষি অফিস মিলনায়তনে টানা তিন দিন ধরে সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় বিভিন্ন জাতের ফলের প্রদর্শন করা হয়। ফল মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি। আগামী শনিবার বিকেলে ফল উৎসবের মধ্য দিয়ে শেষ হবে ফল মেলা।
 

ঝালকাঠি আজকাল