• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ জুন ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি:
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল ৯ টায় ঝালকাঠি পৌরসভার ২ নং ওয়ার্ডের রূপনগর আশা কমিউনিটি ক্লিনিক সেন্টারে জেলা প্রশাসক মো. জোহর আলী শিশুদের ভিটামিন খাইয়ে কর্যক্রম উদ্বোধন করেন।

এসময় সিভিল সার্জন ডাক্তার মোঃ শিহাব উদ্দিন,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  কাউন্সিলর হাফিজ আল মাহমুদ উপস্থিত ছিলেন। 

ঝালকাঠিতে আগামী ১৫ জুন থেকে ১৯ জুন প্রায় ৯০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের দশ হাজার ১০ হাজার ১৬৫ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাসের ৭৫ হাজার ৩৮৩ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ভ্রাম্যমান টিম বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার এ কার্যক্রম চলবে। এজন্য কাজ করবে স্বাস্থ্য বিভাগের কর্মীসহ সেচ্ছাসেবী। 

তবে ১ লক্ষ ৩ হাজার ৩শ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাস্যুল খাওয়ানোর লক্ষমাত্রা রয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা।
 

ঝালকাঠি আজকাল