• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ৮৫ হাজার ৫৪৮ শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ মে ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি:
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। 

ঝালকাঠিতে আগামী ৪ জুন থেকে ৭ জুন প্রায় ৯০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের দশ হাজার ১০ হাজার ১৬৫ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাসের ৭৫ হাজার ৩৮৩ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ভ্রাম্যমান টিম বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার এ কার্যক্রম চলবে। এজন্য কাজ করবে স্বাস্থ্য বিভাগের কর্মীসহ সেচ্ছাসেবী। 

বুধবার সকাল ১১টায় ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার শিহাব উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাক্তার মোস্তাফিজুর রহমান। তবে ১ লক্ষ ৩ হাজার ৩শ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাস্যুল খাওয়ানোর লক্ষমাত্রা রয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা।
 

ঝালকাঠি আজকাল