• বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩০

  • || ১১ জ্বিলকদ ১৪৪৪

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে দুঃস্থদের মাঝে খাদ্য শস্য বিতরণ করলেন আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক ভিজিএফ এর আওতায় ঝালকাঠি পৌর সভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬ জন দু:স্থ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ৪৬ মেট্রিক টন চাল বিতরন করা হয়েছে।

শনিবার দুপুর ১ টায় পৌরসভা চত্বরে তালিকাভুক্ত অসহায় পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে খাদ্য শস্য তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম,সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,বনিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিলসহ পৌর কর্মকর্তারা বৃন্দসহ দলীয় নেতানকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

পৌর কতৃপক্ষ জানিয়েছেন, নয়টি ওয়ার্ড থেকে বাছাই করে চার হাজার ৬শত অসহায় দরিদ্র পরিবারকে পৌরসভার মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও দুটি পৌরসভার জন্য এই সহায়তা পাচ্ছেন। 
 

ঝালকাঠি আজকাল