• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধাকে ঘর হস্তান্তর

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এক মুক্তিযোদ্ধাকে বসতঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সারেঙ্গল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলীকে ঘরের চাবি হস্তান্তর করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী, অতিরিক্তি জেলা প্রশাসক রাজস্ব নাজমুল আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, এনডিসি আহম্মেদ হাসান ও কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান। 

জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর নিজের জমি থাকলেও কোন বসতঘর ছিল না। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাঁর জমিতে বিভাগীয় কমিশনার সহযোগিতায় জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে তিন কক্ষ বিশিষ্ট একতলা ভবন নির্মাণ করে দেওয়া হয়। এতে ব্যয় হয়েছে আড়াই লাখ টাকা। ঘরের চাবি পেয়ে খুশি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী।  ঘর পেয়ে ইদ্রিস আলীসহ সরকারের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
 

ঝালকাঠি আজকাল