• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে অষ্টম দিনে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যহত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকান্ডের অস্টম দিনেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। তবে শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত কোন মরদেহ উদ্ধার হয়নি। এদিকে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে রাখা পোড়া লঞ্চ এমভি অভিযান ১০টি সরিয়ে সুগন্ধা নদীর ডিসি পার্কের কাছে রাখা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরী দল টিম লিডার মো: হুমায়ুন কবির জানায়, ভোর থেকেই সুগন্ধা, বিশখালি আর গাবখান নদীতে নিখোঁদের সন্ধানে চলে অভিযান। কিন্তু কোন মরদেহের সন্ধান মেলেনি। তবে আরও কয়েক দিন উদ্ধার অভিযান অব্যহত থাকবে।

এদিকে আগুনে পোড়া লঞ্চটিকে ঝালকাঠি লঞ্চঘাট থেকে সরিয়ে সুগন্ধা নদীর ডিসি পার্কের কাছে রাখা হয়েছে। লঞ্চ ঘাটে ঝালকাঠি-ঢাকা রুটের লঞ্চ ভেড়ানো এবং যাত্রী ও পণ্য পরিবহণের সুবিধার জন্য পোড়া লঞ্চটি সরিয়ে রাখা হয়েছে। অগ্নিকান্ডের পর ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া দুই মামলায় পোড়া লঞ্চটিকে জব্দ দেখিয়েছে সদর থানা পুলিশ। মামলা ও তদন্ত কমিটির পরিদর্শনের কারণে পোড়া লঞ্চটিকে ঝালকাঠিতে রাখতে হচ্ছে বলে পুলিশ জানায়।

গত বৃহস্পতিবার মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদী অতিক্রমকালে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণহানী ঘটেছে। প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ রয়েছেন অনেকে।
 

ঝালকাঠি আজকাল