• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে মাদকবিরোধী ফুটবল ও প্রীতি ভলিবল ম্যাচের পুরস্কার বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাদক বিরোধী ফুটবল ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের মধ্যে ভলিবল প্রতিযোগীতায় জেলা ক্রীড়া সংস্থা ২-১ সেটে বিজয়ী হয়েছে। খেলা শেষে জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি হিসেবে ফুটবল ও ভলিবল প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, পৌর প্যানেল  মেয়র তরুণ কর্মকার, জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

গত বুধবার ফুটবলসহ মাদকবিরাধী এই ম্যাচ শিল্প মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফুট বলে লাল ও সবুজ ২টি দল এই ম্যাচে অংশগ্রহন করেছে। ম্যাচ টি গোল শূন্যভাবে শেষ হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এর আয়োজন করেছেন।   
 

ঝালকাঠি আজকাল