• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ৭০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে অবৈধভাবে সুগন্ধা নদী থেকে মাটি উত্তোলন কারীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত। ঝালকাঠির সুগন্ধা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বাদলকাঠী গ্রামের মোঃ জাকির হোসেন নামে এক ব্যাক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীর পোনাবালিয়া এলাকায় অবৈধভাবে নদীর পাড়ের মাটি উত্তোলন করছে মোঃ জাকির হোসেন নামে এক মাটি ব্যবসায়ী এ খবর জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করি। এবং মোঃ জাকির হোসেন মাটি ব্যবসায়ীকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারামতে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অবৈধভাবে মাটি কাটবেনা বলে মুচলেকা দেওয়ায় তাকে আটক না করে ছেড়ে দেওয়া হয়।
 

ঝালকাঠি আজকাল