• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত মাদক মামলায় ২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। বরিশালের উজিরপুর উপজেলার মুক্তাপাশা গ্রামের বিমল দাসের পুত্র বিপ্লব দাসকে(৩০) ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের দন্ডাদেশ এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামের গোলাম মোস্তফা আকনের পুত্র জহিরুল ইসলাম(৩১)কে ৫বছরের সশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের দন্ডাদেশ প্রদান করা হয়েছে।

সোমবার এই আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ জহিরুল ইসলামের উপস্থিতিতে রায় ঘোষণা করেন এবং সাজাপ্রাপ্ত বিপ্লবদাস আদালতে অনুপস্থিত ছিল।

২০১৭ সালে ২০ এপ্রিল বিকাল ৫টায় ঝালকাঠির ডিবি পুলিশ নলছিটি উপজেলাধীন রায়াপুর বটতলা খানস্টোরের সামনে থেকে বিপ্লব দাস ও জহিরুল ইসলামকে তল্লাশি করে দু’জনের কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ব্যাপারে ডিবির এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান ২০১৭ সালে ২৩ মে আদালতে অভিযোগপত্র দায়ের করে। আদালত ৯ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেছেন। 
 

ঝালকাঠি আজকাল