• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে সাড়ে ৯শ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি চলছে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি;
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে।

করোনা মহামারি প্রতিরোধে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল উদ্যোগ নিয়েছেন তার কারনে করোনা সংক্রমণ নিম্নমুখী হয়েছে। 
আর করোনা সংক্রমণ হার নিম্নমুখী হওয়ায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারের এমন ঘোষনায় ঝালকাঠির প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সাড়ে ৯শ বিদ্যালয়ে চলছে পরিস্কার পরিচ্ছনাতা কার্যক্রম। দীর্ঘ ১৭ মাস বন্ধ  থাকা এসব বিদ্যালয়ের শ্রেনীকক্ষ, চেয়ার, টেবিল, বেঞ্চসহ অন্যান্য আসবাবপত্র ধুলা-বালি মুক্ত করার পাশাপাশি  প্রতিষ্ঠান গুলোর আঙ্গিনা ও চার পাশের আবর্জনা পরিষ্কার করা হচ্ছে।

বিদ্যালয় কর্তপক্ষ জানান,সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য স্যানিটাইজার, মাক্স এবং শরীরের তাপমাত্রা পরিমাপের থার্মোমিটার প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠ দানের করা হবে বরে শিক্ষকরা জানিয়েছেন। ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় হয়েছে ৫৮৫ টি, মাধ্যমিক বিদ্যালয় ১৭৩ টি ও কলেজ ২৭টি। 
 

ঝালকাঠি আজকাল