• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে গণটিকার দ্বিতীয় ডোজ গ্রহণ শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলায় ৪৪টি কেন্দ্রে করোনাভাইরাস প্রতিরোধক গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে চারটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে গণটিকা দিতে ভিড় করছেন মানুষ। জেলায় ২২ হাজার ১৮১ জন চীনের তৈরি সিনোফার্মের এ ভ্যাকসিন নিয়ে ছিলেন। যারা প্রথম ডোজ নিয়েছেন কেবল তাদেরকেই দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হচ্ছে। তবে পৌরসভার কয়েকটি কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম শুরু না হওয়ায় অনেকেই এসে ফিরে গেছে। 

আগামীকাল ৮ সেপ্টেম্বর দুটি পৌরসভায় দ্বিতীয় ডোজের গণটিকা প্রদানের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী। স্বাস্থ্যবিধি মেনে জেলা ৩২টি  ইউনিয়নে সকাল ৯ টা থেকে টিকা কার্যক্রম শুরু হয়।  
 

ঝালকাঠি আজকাল