• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ আগস্ট ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে। এবছরের প্রতিপাদ্য বিষয় ছিল “খাদ্য ব্যবস্থাপনার রুপান্তর, মানুষের জন্য যুব উদ্ভাবন”।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই দিবস উপলক্ষ্যে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রদান অতিথি ছিলেন। যুব উন্নয়নন অধিদপ্তরের উপপরিচালক নিশাত ফরিহা এর সভাপতিত্বে আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মোতাহার রহমান  সহকারী পরিচালক মোঃ মহসীনসহ ৪ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তারা বক্তব্য রাখেন। যুব সংগঠনের সদস্য ও প্রশিক্ষিত আত্মকর্মী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।     

এছাড়া  আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কাঠালিয়ায় উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে প্রশিক্ষনার্থীদের মাঝে গাছের চারা ও সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে গাছের চারা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রোগ্রামার(আইসিটি) অতনু কিশোর দাস মুন, জেলা পরিষদ সদস্য মো. আমিরুল ইসলাম লিটন সিকদার, মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. মাসউদুল আলমসহ যুব প্রশিক্ষনার্থীরা।

এরপূর্বে জেলার সাথে ভার্চ্যুয়াল সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ যুব  প্রশিক্ষনার্থীরা অংশ নেয়।
 

ঝালকাঠি আজকাল