• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে কঠোর লকডাউন অমান্য করায় ৪৬ জনকে জরিমানা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৮ জুলাই ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে কঠোর লকডাউনের মধ্যেও বাজারে জটলা বেধে কেনাকাটা করছে জনসাধারণ। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। রাস্তায় যানবাহন চলাচলও বেড়েছে। মোটরসাইকেলেও একাধিক লোক বসে চলাচল করছে। এমন পরিস্থিতিতে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনছার ব্যাটালিয়ান সদস্যরা। কারনে অকারনে রাস্তায় বের হওয়া মানুষের যাতায়াত ঠেকাতে জেলা প্রশাসনের ১৫টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন। লকডাউন অমান্য করায় বৃহস্পতিবার সকালে ৪৬ জনকে ২৬ হাজার ৮৯০ টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে নলছিটি উপজেলাতেই পুলিশ. সাংবাদিকসহ ৩৪ জনকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, করোনার মধ্যে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। লকডাউন অমান্য করে অনেক মানুষ বিনা কারনে ঘোরাফেরা করছেন। মিথ্যা অযুহাত দেখিয়ে আনাচে কানাচে জটলা বাধছেন। অনেকে মোটরসাইকেল চালাচ্ছেন একাধিক ব্যক্তিকে পেছনে নিয়ে। আবার কারো মাথায় হেলমেড নেই, এর মধ্যে পুলিশও রয়েছে। যারা আইন অমান্য করেছেন, তাদেরকে জরিমানা করা হয়েছে। 

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে ও  নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার পপি মিস্ত্রি(৩০) ঝালকাঠি সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়েছে। জেলায় ৮৯জনসহ এ পর্যন্ত  ২৪০৯জন আক্রান্ত ও ৪৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ ৮৩৫৯জনের নমুনা পরীক্ষা করেছে। ৫১৩৮জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ১৪০৫ জন সুস্থ্য হয়েছে। বতর্মানে ৯২৯জন হোম ও ৩২জন হাসপাতালের আইসোলিয়শনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য জানান। 
 

ঝালকাঠি আজকাল