• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে নানা আয়োজনে ভূমিসেবা সপ্তাহ শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৯ জুন ২০২৪  

ঝালকাঠি প্রতিনিধি: 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে পায়রা উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। পরে একই স্থান থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মামুন শিবলী এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন , ঝালকাঠি পৌর সভার প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।  এছাড়া জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা এবং ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ, ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা প্রদান, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ, অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি ও আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ জনগণ সংশ্লিষ্ট বিষয়ে সেবা প্রদান করা হবে।এছাড়াও রাজাপুর,কাঠালিয়,নলছিটিসহ চার উপজেলায় ভূমিসেবা সপ্তাহ দিবস পালিত হয়েছে।

ঝালকাঠি আজকাল