• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ঐতিহ্যবাহী শিব চতুর্দশীর মেলা শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১০ মার্চ ২০২৪  

ঝালকাঠি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের ৩য় আন্তর্জাতিক পীঠস্থান খ্যাত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালীয়ার ঐতিহ্যবাহী শিববাড়ীতে শিব চতুর্দশী উপলক্ষে  মালা শুরু হয়েছে। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে পূজার্চনা,মানতপুরণ,শিশুদের মস্তকমুন্ডন,শীব দর্শন, পূন্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান।

এ উপলক্ষে তিনদিন ব্যাপী গ্রামীন ঐত্যিহ্যের মেলা বসেছে। ৪শত বছরেরও বেশী কাল ধরে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আগে একমাস ব্যাপী মেলা বসত। শিব চতুর্দশী উপলক্ষে হাজার হাজার হিন্দু পূন্যার্থী শিব দর্শন করতে আসার কারণেই এ মেলার উৎপত্তি বলে ধারণা করা হয়। শনিবার দিবাগত রাতে ত্রাম্বকেশ্বর ভৈরবের পূঁজা নুষ্ঠানের মধ্য দিয়ে শিবচ তুর্দশীর আনুষ্ঠানিকতা শেষ হবে।

হিন্দুদের ধর্মগ্রন্থ পুরাণের বর্ণনা মতে, দক্ষ রাজার যজ্ঞ করার সময় কন্য সতীকে নিমন্ত্রন না করায় অপমানিত সতী যজ্ঞস্থলে দেহ ত্যাগ করেণ। এতে ক্ষিপ্ত হয়ে শিব স্ত্রী সতীর দেহ মাথায় নিয়ে প্রলয় নাচন শুরু করলে জগৎকে ধ্বংশের হাত থেকে রক্ষা করতে দেবতা বিষ্ণু চক্র দিয়ে সতীর দেহ খন্ড খন্ড করেন। খন্ডিত অংশগুলো যেসব স্থানে পড়েছে সেসব স্থানতীর্থ স্থানে পরিনত হয়। সুগন্ধা নদীর তীরবর্তী পোনাবালীয়া শিব বাড়ীতে সতীর নাসিকা খন্ড পড়ে ছিল। ফলে এ স্থানটিও তীর্থ স্থানে পরিনত হয়েছে।

অন্যদিকে স্থানীয় ভাবে এ মেলার উৎপত্তি সম্পর্কে যে তথ্য পাওয়াযায় তাহচ্ছে, বহু বছর আগে স্থানীয় কোন এক গোয়ালার গাভী হারিয়ে যায়। সে তা খুঁজতে গিয়ে গভীর বনের মধ্যে একটি মাটির টিলার উপর অবস্থানরত গাভীর বান থেকে অবিরল ধারায় দুধ পড়ছে দেখতে পায়। কৌতু হল বসতঃ টিলা খুড়ে একটি শিব লীঙ্গের সন্ধান মেলে। সেই থেকে স্থানটি তীর্থ স্থানে পরিণ তহয়। এবং ধীরে ধীরে মেলা বসতে শুরু করে।

ঝালকাঠি আজকাল