• বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৩ ১৪৩০

  • || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মাছের গায়ে লেখা ‘আল্লাহু’, দেখতে উৎসুক জনতার ভিড়

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি পুকুর থেকে তোলা মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা দেখা গেছে। রোববার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চাকিরপশা ইউপির তালুক নাগকাটি গ্রামের রফিকুল ইসলামের  পুকুরে মাছটি ধরা পড়ে।
সকালে মাছের গায়ে আল্লাহু লেখা কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে- মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করে।

রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের পুকুরে আমার ভাই মাছ চাষ করতেন। তিনি মাছ তুলে সকালে বাড়ি দিয়ে গেছেন। মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা। এরপর আর মাছটি কাটিনি। মাছটি মাদরাসার হুজুরকে দিয়ে দিয়েছি।

আল্লামা ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদরাসার মুফতি মো. আল আমিন বলেন, আল্লাহ তায়ালা অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝেমধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেল সবই আল্লাহ পাকের নিদর্শন।

ঝালকাঠি আজকাল