• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ব‌্যবসাবান্ধব ব‌রিশাল গড়া হ‌বে- খোকন সের‌নিয়াবাত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

ব‌রিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ও ব‌রিশাল উই‌মেন চেম্বার অব কমার্স ইন্ডা‌স্ট্রি এর যৌথ আয়োজ‌নে  আসন্ন সি‌টি ক‌র্পোরেশ‌নের নৌকা মার্কার প্রার্থী আবুল খা‌য়ের আব্দুল্লাহর সা‌থে মত‌বি‌নিময়‌ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

২৮ মে, রবিবার নগরীর গ্রান্ড পার্ক হল রুমে ব‌রিশাল‌ মে‌ট্রোপ‌লিটন চেম্বার অব কমা‌র্স ইন্ডা‌স্ট্রি এর প্রেসি‌ডেন্ট,সিআইপি মোঃ নিজাম উ‌দ্দিন এর সভাপ‌তি‌ত্বে সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সের‌নিয়াবাত)।

প্রধান অ‌তি‌থি ব‌লেন,ব‌রিশা‌লে কখনও ব‌্যবসার প‌রি‌বেশ তৈরী করা হয়‌নি। অথচ ব‌্যবসা হ‌চ্ছে অর্থনী‌তির মুল চা‌লিকা শ‌ক্তি। বিগত দি‌নের এই ব‌্যর্থতা আমি নির্বা‌চিত হ‌লে ঘোচানোর ‌চেস্টা কর‌বো।ব‌রিশা‌লে শিল্প এলাকা আছে কিন্তু শিল্প কারখানা নেই। অথচ সরকার ব‌্যবসার জন‌্য বি‌শেষ গুরুত্ব দি‌য়ে থা‌কেন। যার প্রমান দে‌শে এখন চার‌টি পোর্ট র‌য়ে‌ছে। ব‌রিশা‌লের ব‌্যবসায়ীরা নানা প্রতিকুলতার শিকার হ‌চ্ছেন। বি‌শেষ বি‌সি‌কের ব‌্যবসায়ীরা। যা এক‌টি সভ‌্য দে‌শে কাম‌্য নয়। আমি নির্বা‌চিত হ‌লে ব‌্যবসাবান্ধব নগরী গড়া হ‌বে।

মত‌বি‌নিময়‌ সভায় আরও বক্তব‌্য রা‌খেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ‌্যাড. বলরাম পোদ্দার ও ম‌শিউর রহমান, মহানগর যুবলী‌গের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন।
এ সময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম পোর্টল‌্যান্ড গ্রুপ এর চেয়ারম‌্যান মিজানুর রহমান,  ব‌রিশাল উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিস এর সভাপ‌তি বিল‌কিস আহ‌মেদ লি‌লি, প‌রিচালক নাজমুন নাহার রিনা, সার‌বিন ফের‌দৌ‌সি ও রোকসানা আই‌ভি, ব‌রিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডা‌স্ট্রি এর প‌রিচালক রে‌জিন উল ক‌বির, নোমান ম‌ল্লিক, মীর্জা মোজাম্মেল হো‌সেন,ফয়সাল আহমেদ মুন্না।

এ‌ছাড়া সভায় দুই চেম্বা‌রের অন‌্যান‌্য নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

ঝালকাঠি আজকাল