• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ঝালকাঠি আজকাল

কিছু রাজনৈতিক দল আছে বাংলাদেশকে ধ্বংস করতে চায় -শাজাহান খান

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪  

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও  জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, কিছু রাজৈনিত দল আছে তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, ৩০ লক্ষ মানুষের রক্ত ২ লক্ষ মা বোনে সম্ভ্রম হারিয়ে এই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা ধ্বংস করতে চায়।

গতকাল মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ১০৭তম ক্রীড়া প্রতিযোগীতার শিক্ষা  কল্যাণ ট্রাস্টে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। মিঠাপুর লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের  কো-অপ্ট সদস্য আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. আউয়াল সিকদারের ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, শিক্ষক শিক্ষার্থী ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ঝালকাঠি আজকাল