• বৃহস্পতিবার   ৩০ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৬ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:

ঝটপট বানিয়ে ফেলুন আচারি পমফ্রেট

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

বিকেলের নাস্তায় বাড়িতেই কী লোভনীয় পদ বানানো যায় ভাবছেন? তবে বেশি সময় খরচ করা যাবে না বইকি! কম সময় বানিয়ে ফেলুন আচারি পমফ্রেট। চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। চলুন তবে জেনে নেয়া যাক আচারি পমফ্রেটের রেসিপিটি-
উপকরণ: পমফ্রেট মাছ দুইটি, হলুদ এক চা চামচ, তেঁতুলের ক্বাথ এক চা চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ এক চা চামচ, মরিচ গুঁড়া স্বাদ মতো, ভাজা জিরা গুঁড়া এক চা চামচ, লেবুর রস এক চা চামচ, অ্যারারুট ৫০ গ্রাম, সাদা তেল ২০০ গ্রাম।  

প্রণালী: বড় আকারের আস্ত পমফ্রেট মাছ নিয়ে মাছের গায়ে ছুড়ি দিয়ে চিড়ে নিন। মাছগুলো ভালো করে ধুয়ে অল্প লবণ ও লেবু মাখিয়ে ম্যারিনেট করে রাখুন কিছুক্ষণ। লবণ দিলেই কিছুটা পানি কাটবে। আধ ঘণ্টা ম্যারিনেশনের পর ফের পানি দিয়ে ধুয়ে নিন মাছ। এ বার তাতে হলুদ, লবণ ও স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তেঁতুলের ক্বাথ, জিরা গুঁড়া ও তেল দিয়ে মাখিয়ে রাখুন। মিনিট পাঁচেক রেখে এর গায়ে তেল মাখিয়ে আরো মিনিট পাঁচ সময় দিন। মাছের গায়ে এই সব মশলা ভালো করে ঢুকে যাওয়ার জন্য ঘণ্টা দুয়েক ফ্রিজে রেখে দিন। এ বার এই মশলা মাখা মাছে অ্যারারুট মাখিয়ে তেলে ভেজে নিন। ভাজার পর উপর থেকে চাটমশলা, লেবুর রস ও স্যালাড দিয়ে পরিবেশন করুন আচারি পমফ্রেট।

ঝালকাঠি আজকাল