• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

পূজার রেসিপি

লাবড়া

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

উপকরণ:

মিষ্টি কুমড়া, বেগুন, আলু, মুলা, বরবটি, ফুলকপি, কাঁকরোল, পটোল—বাজারে পাওয়া যায় এমন মৌসুমি সবজি। মসলার জন্য পাঁচফোড়ন, শুকনা মরিচ, গাওয়া ঘি, ছ্যাঁচা আদা, ধনেগুঁড়া হলুদ কাঁচামরিচ।

প্রণালি:

সব সবজি ছোট ছোট করে কেটে নিতে হবে। রান্নার পাত্রে ৩/৪ চামচ গাওয়া ঘি দিয়ে গরম হলে তেজপাতা ও শুকনো মরিচ দিয়ে নাড়তে হবে। পরে পাঁচফোড়ন ও ছ্যাঁচা আদা দিয়ে কিছুক্ষণ ভেজে কেটে রাখা সবজি দিয়ে দিতে হবে। এবার সবজির মধ্যে হলুদ দিতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। সবজি থেকে জল বের হলে ঢেকে দিতে হবে। নামানোর আগে কাঁচামরিচ আর ধনেগুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে।

ঝালকাঠি আজকাল