• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ডেলিসিয়াস ডেজার্ট

ওয়্যাফেল‍‍

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১  

উপকরণ: ডিম দুইটি, গুড় দুই টেবিল চামচ, রাগি আটা আধা কাপ, নারকেল কুড়ো আধা কাপ, এলাচ গুঁড়া সামান্য, দারচিনির গুঁড়া সামান্য, তাজা ক্রিম আধা কাপ, দুধ আধা কাপ, মাখন সামান্য, মেপল সিরাপ, চকলেট সস, আমন্ড ও পেস্তার কুচি। 

প্রণালী: একটি বড় বাটিতে ডিম ও গুড় রেখে খুব ভালো করে ফেটিয়ে নিন। তারপর এর মধ্যে রাগি আটা, নারকেল কুড়ো, দুধ, ক্রিম, এলাচ ও দারচিনির গুঁড়া দিয়ে মিশেয়ে নিন। ব্যাটারটা যেন সুন্দর মসৃণ আর ক্রিমি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ইলেকট্রিক ওয়্যাফেল ম্যাকারের গায়ে ভালো করে মাখন লাগিয়ে নিন। এরপর একটি গোল চামচের সাহায্যে ওয়্যাফেল মিশ্রণটি সেখানে দিন। 

এরপর আগুনে সেঁকে নিন। দুই পাশেই ভালোভাবে সেঁকে নিতে হবে। এরপর একটি পরিষ্কার প্লেটে তুলে নিন। এভাবে বানিয়ে নিন রাগি ওয়্যাফেল। পাত্রে তুলে রাখা রাগি ওয়্যাফেলের উপর মেপল সিরাপ, চকলেট সস, আমন্ড ও পেস্তা কুঁচি দিয়ে গরম গরম পরিবেশন করুন এবারের ঈদে। পছন্দসই ফল ও আইসক্রিম দিয়েও সাজিয়ে নিতে পারেন। 

ঝালকাঠি আজকাল