• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সার্ক হেলথ ভিডিও কনফারেন্স আজ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে সার্ক হেলথ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কনফারেন্সে সার্কভুক্ত আটটি দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার একাধিক ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

দেশটির হিন্দুস্তান টাইমস জানায়, গত ১৫ মার্চ সার্ক প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সার্কভুক্ত দেশগুলোর স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এতে সার্কভুক্ত দেশগুলোতে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা, কোয়ারেন্টাইনের অবস্থা, সংক্রমণ রোধে সচতেনতা এবং করেনা মোকাবিলায় চিকিৎসা সংক্রান্ত প্রস্তুতির মত বিষয়গুলো নিয়ে তথ্য ও মত বিনিময় করবেন বিশেষজ্ঞরা। তবে গণমাধ্যমগুলোতে কনফারেন্সের সময় জানানো হয়নি।

এদিকে সূত্রে জানা গেছে, সার্কভুক্ত দেশের করোনামোকাবিলা তহবিলে এ পর্যন্ত ভারত ১ কোটি মার্কিন ডলার, বাংলাদেশ ১৫ লাখ মার্কিন ডলার, শ্রীলংকা ৫০ লাখ মার্কিন ডলার, নেপাল ১০ লাখ মার্কিন ডলার, আফগানিস্তান ১০ লাখ মার্কিন ডলার, মালদ্বীপ ২ লাখ মার্কিন ডলার এবং ভূটান এক লাখ মার্কিন ডলার দিয়েছে। সব মিলিয়ে ১ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার দাঁড়িয়েছে।

ঝালকাঠি আজকাল