• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

‘মৃত্যুর গুজবে’ ক্ষুব্ধ গায়ক আকবর

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১  

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন আকবর। কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি নতুন করে গেয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তারপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামের গানটি গেয়ে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন এ গায়ক।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং বিরল চর্মরোগে ভুগছেন তিনি। প্রধানমন্ত্রীর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভারতেও গিয়েছিলেন গায়ক আকবর। কয়েক দফা ভারতে চিকিৎসা শেষে এখন আগের চেয়ে সুস্থ আছেন তিনি।

এরই মধ্যে হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে আকবরের। নেট দুনিয়ায় তার মৃত্যুর খবরে বেশ ক্ষুদ্ধ হয়েছেন শিল্পী।

সোমবার (৫ এপ্রিল) মোবাইল ফোনে সময় সংবাদকে তিনি বলেন, আমি সুস্থ আছি। পরিবারের সঙ্গে আছি। কেনো আমাকে নিয়ে এসব খবর ছড়ানো হচ্ছে? কারা ছড়াচ্ছে? এসব কি বন্ধ হবে না ভাই? যারা আমাকে নিয়ে এসব খবর ছড়াচ্ছে তারা অনেক নিম্ন মানসিকতার মানুষ। সবার কাছে আমার অনুরোধ, ফেসবুকটাকে ভালো কাজে লাগান।

এর আগে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের আকবর লেখেন, ‘কিছুদিন আগে আমার বড় বোন নেত্রকোনা থেকে আমার মিসেস কে ফোন দিয়ে কান্নাকাটি করছিল, ইউটিউবে আমার মৃত্যুর খবর দেখে। এরপর গত এক সপ্তাহ যাবত অনেকে আমার মৃত্যুর খবর নিশ্চিত হতে আমাকে ফোন করেছে। আমি সবার উদ্দেশে বলছি, কাউকে নিয়ে কিছু প্রকাশ করার আগে নিশ্চিত হয়ে নিয়েন।’

তিনি আরও লেখেন, ‘এমনিতে আমার পরিবারের সবাই আমাকে নিয়ে সবসময় টেনশনে থাকে। এ ধরনের খবর দেখলে তাদের মানসিক অবস্থা কেমন হয় একবার চিন্তা করে দেখেন। পরবর্তিতে এ ধরনের খবর কেউ প্রকাশ করলে আমি সত‍্যিই আইনের ব‍্যবস্থা নিতে বাধ‍্য হব।’

ঝালকাঠি আজকাল