• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মঙ্গল গ্রহের ‘অসাধারণ’ ছবি প্রকাশ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

মঙ্গল গ্রহ বললেই চোখের সামনে একটা লাল জগতের ছবি ভেসে ওঠে। সেই লাল গ্রহের অসাধারণ কিছু ছবি প্রকাশ করল নাসা। নাসার মার্স ওডিসি অর্বিটারের তোলা বেশ কিছু উপগ্রহ চিত্রে সম্প্রতি উঠে এসেছে মঙ্গলের সেই অপরূপ সৌন্দর্য্য। লালের মাঝে নীল-এক কথায় অনবদ্য।

থার্মাল এমিশান ইমেজিং সিস্টেমের মাধ্যমে ছবিগুলি তোলা। এই ধরনের ছবিতে নীল রঙ ঠান্ডা এলাকা চিহ্নিত করতে ব্যবহৃত হয়। অন্যদিকে লাল, কমলা অংশগুলো অপেক্ষাকৃত উষ্ণ।

সাধারণত বিশাল ক্রেটার বা গর্তগুলোতে এ ধরনের বালিয়াড়ি দেখা যায়। প্রচন্ড ঝড়ের ফলে বিভিন্ন সময়ে এগুলোর আকৃতি বদল হয়। নাসার ওডিসি অর্বিটারের ২০তম বছর হিসাবে এই ছবিগুলি প্রকাশ করেছে নাসা।

ঝালকাঠি আজকাল