• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে চলছে কঠোর লকডাউন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশনায় লকডাউনের প্রথম দিনে ঝালকাঠিতে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরী প্রয়োজনে সিএনজি, আটোবিক্সা সহ কিছু কিছু অন্যান্য পরিবহন চলাচল করছে। সামাজিক দূরত্ব বজায় রাথতে সরকার ১১ টি বিধি নিষেধ দিয়ে এক সপ্তাহের লকডাউন ঘোষনা করলে ঝালকাঠিতে সকাল থেকে ৪ উপজেলায় লকডাউন চলছে। জেলার বিভিন্ন জায়গায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকাল থেকেই কাজ করছে পুলিশ প্রশাসন। জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে স্বাস্থ্য বভিাগ জেলা প্রশাসনের উদ্যোগে কাইকিং করা হচ্ছে। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে বাহিরে বের না হওয়ার জন্য মানুষের নিষেধ করা হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার যে কঠোর অবস্থানে আছেন।আমরাও সরকারের নির্দেশনায় ঝালকাঠি জেলায় কঠোর অবস্থানে আছি। জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে আমাদের প্রচার প্রচারনা চলছে। করোনা ভাইরাসের সংক্রমন রোধে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনকা মূলক কর্যক্রম,মাস্ক বিতরন অব্যাহত রয়েছে। সরকারের আইন ও আদেশ না মানলে প্রয়োজেনে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

ঝালকাঠি জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে  করোনায় আক্রান্ত ১৯ জন। এ নিয়ে ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ৯১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৮২৮ জন সুস্থ হয়েছে ও ২ জন হাসপাতালে এবং ১৬ জন হোম আইসলোয়েসনে রয়েছে। ২২জনের মৃত্যু। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য দিয়েছেন।

ঝালকাঠি আজকাল